ধাতু ও ধাতুবিদ্যা

Show Important Question


41) লোহার অন্যতম প্রধান আকরিক কী ?
A) ম্যাগনেটাইট
B) লিমোনাইট
C) হেমাটাইট
D) সিডেরাইট

42) পারদ ছাড়া অপর তরল ধাতু হল—
A) প্যালাডিয়াম
B) গ্যালিয়াম
C) রেডিয়াম
D) জার্মেনিয়াম

43) ডুরালুমিন ধাতু সংকরে অনুপস্থিত?
A) কপার
B) ম্যাগনেসিয়াম
C) ম্যাঙ্গানিজ
D) নিকেল

44) কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি?
A) সোনা
B) হীরা
C) আয়রন
D) টাংস্টেন

45) নিচের কোন খনিজটি তে অ্যালুমিনিয়াম ধাতু অনুপস্থিত ?
A) ক্রায়োলাইট
B) মাইকা
C) ফ্লুওস্পার
D) ফেলস্পার

46) কোনটিকে মুদ্রা ধাতু বলে?
A) লোহা
B) সিসা
C) ক্যালশিয়াম
D) তামা

47) রেডিয়াম পাওয়া যায় কোন আকরিক থেকে?
A) হেমাটাইট
B) লাইমস্টোন
C) বক্সাইট
D) পিচব্লেন্ড

48) ডুরালুমিন-এ কোন ধাতুটি থাকে না--
A) Al
B) Cu
C) Mg
D) Ni

49) কপারের একটি আকরিকের নাম কি ?
A) ক্যালামাইন
B) কপার গ্লান্স
C) বক্সাইট
D) সিডেরাইট

50) মোনাজাইট কার আকরিক--
A) ইউরেনিয়াম
B) থোরিয়াম
C) ম্যাগনেসিয়াম
D) অ্যালুমিনিয়াম

51) একটি ধাতু যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে ?
A) Cn
B) Na
C) Hg
D) Zn

52) নিচের কোনটি লৌহের আকরিক?
A) গ্যালেনা
B) ক্রায়োলাইট
C) ম্যাগনেটাইট
D) সিনাবার

53) ধাতুকল্প হল—
A) ম্যাঙ্গানিজ
B) অ্যান্টিমনি
C) নিয়ন
D) ক্রিপটন

54) ক্যালামাইন কোন মৌলের আকরিক ?
A) জিংক
B) অ্যালুমিনিয়াম
C) ক্যালশিয়াম
D) ম্যাগনেশিয়াম

55) নিচের কোনটিতে সিলভার থাকে না?
A) হর্ন সিলভার
B) জার্মান সিলভার
C) রুবি সিলভার
D) লুনার সিলভার

56) পারদ ছাড়া একটি তরল ধাতু হলো--
A) ব্রোমিন
B) সোডিয়াম
C) আয়োডিন
D) গ্যালিয়াম

57) টাইপ মেটালে নিম্নের যে ধাতুটি উপস্থিত নয়--
A) লেড
B) অ্যান্টিমনি
C) টিন
D) জিঙ্ক

58) একটি তরল ধাতু হলো--
A) অ্যালকোহল
B) পারদ
C) ব্রোমিন
D) জল

59) নিম্নের কোন ধাতুর অক্সাইড আম্লীক--
A) ক্যালসিয়াম
B) সোডিয়াম
C) পটাশিয়াম
D) ক্রোমিয়াম

60) পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর
A) লোহা ও তামা
B) তামা ও টিন
C) তামা ও অ্যালুমিনিয়াম
D) তামা ও দস্তা